আচরণ বিধিমালা প্রতিপালনার্থে মোবাইল কোর্ট পরিচালনা, তিন জনকে জরিমানা

BREAKING

5/recent/ticker-posts

আচরণ বিধিমালা প্রতিপালনার্থে মোবাইল কোর্ট পরিচালনা, তিন জনকে জরিমানা




পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।


রাজবাড়ীর পাংশায় আচরণ বিধিমালা প্রতিপালনার্থে মোবাইল কোর্ট পরিচালনাকারে তিন জনকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম বাজার ও মাছপাড়া থেকে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়ে। উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. মাসুদুর রহমান রুবেল এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। 


এ সময় সড়ক পরিবহণ আইন ২০১৮-/ ৬৬ ধারায়. খন্দকার কামরুল হাসানকে এক হাজার টাকা, মো. আমিরুল মোল্লিককে দুই হাজার টাকা ও মো. মনিরুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 


উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে " সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ প্রতিপালনার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। । এ সময় তাদের কাছে থাকা মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহণ আইন-২০০৮/ ৬৬ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।