পাংশার বাহাদুরপুরে বিজয় দিবস উৎযাপনের প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত

BREAKING

5/recent/ticker-posts

পাংশার বাহাদুরপুরে বিজয় দিবস উৎযাপনের প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত

 



নিজস্ব প্রতিবেদক : 

রাজবাড়ীর পাংশা উপজেলার  ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আগামী ১৬ই ডিসেম্বর উপলক্ষে প্রস্তুতি মূল সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ৪টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মো. সজিব হোসেন এর সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মিজানুর রহমান (খোয়াজ) এর সঞ্চালনায় প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমান আলী মাস্টার, অত্র ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান বিশ্বাস,  ইউনিয়ন আ.লীগের সাবেক চেয়ারম্যান ও ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাকিল,  সাবেক চেয়ারম্যান মুন্সি হাসানুল ইসলাম মহন, বিশিষ্ট নাট্রকর মুন্সি আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ, ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছগির, ইউনিয়ন আ. লীগের সহ-সভাপতি এনামুল হক, পাংশা উপজেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা বাদশা প্রমুখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ ও এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন।  আলোচনা সভায় আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮ টায় অত্র ইউনিয়ন আ.লীগের পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮.৩০মিনিটে ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।