নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ীর পাংশায় আজ মঙ্গলবার জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অম্মেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অম্মেষণ ও শিক্ষা উদযাপন কমিটির আয়োজনে পাংশা উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন ইয়ামিন আলী। এ ছাড়াও স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগন এবং শ্রেষ্ট প্রতিষ্ঠান সহ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।


Social Plugin