পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় প্রাইভেটকার-বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক সহ ৩ জন আহত হয়েছে।
বুধবার বেলা ২ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন,অগ্রণী ব্যাংক রাজশাহী শাখার জিএম (চালক) জোগলুল পাশা(৪৩), তার স্ত্রী এলিনা সুলতানা(৩২) ও ছেলে অনিল(১৪)। আহতরা কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদোষী সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি রাজবাড়ীর দিকে যাচ্ছিল। এমন সময় কুষ্টিয়া অভিমুখি একটি (রাবেয়া পরিবহণ) বাসের সাথে মুখোমুখী ধাক্কা লাগে। ফলে প্রাইভেটকারে থাকা তিনজন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পাংশা উপজেলার কত্বব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এস.এম আসাদউজ্জামান জানান, প্রাইভেটকার—বাস দুইটা গাড়িই পুলিশের হেফাজতে আছে। বাসের চালক ও হেলপার কাউকেই পাওয়া যায়নি। তবে বাসের মালিক পক্ষের সাথে কথা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

.jpeg)


Social Plugin